Featured Post

অপ্সরীর প্রেমে -কবিতা

''অপ্সরীর প্রেমে"    তারেক মাহমুদ সুজন হতবম্ভে মারে মোরে দেখে তোর কোমালতা অদৃশ্যেও খুঁজে পাই নি কবু এমন দারুণ মায়া। স...

Tuesday, May 16, 2017

অপ্সরীর প্রেমে -কবিতা


''অপ্সরীর প্রেমে"
   তারেক মাহমুদ সুজন

হতবম্ভে মারে মোরে
দেখে তোর কোমালতা
অদৃশ্যেও খুঁজে পাই নি কবু
এমন দারুণ মায়া।

স্বপ্নে দেখেছি বহুবার
তবে বাস্তবে পারি নি মিলাতে
আজি হঠাৎ সামনে দেখে তাই
ভুলেছি নিজ আপন ভাবনাকে।

চোখের কোণে ভেসে উঠে
কী দারুণ ছায়া
মুখাবয়ে ফুটেই থাকে
কল্পনাতীত কী চরম স্নিগ্ধা আভা!

আমি হারি নি কবুও
তবে মরেছি আজি ভীষণ
দেখে অপ্সরির ন্যায় এমন মায়াময়ী স্নিগ্ধা
রূপ-স্রোতস্বিনীর আভা।

খুঁজি নি কারো কালও
তবে আজি খুঁজেছি তোকে
অতি ব্যগ্র দু'চোখে
হয়ে মহা বিভোর।

আমি বুঝি নি কবুও
চাইবো কাউকে হয়ে এমন উন্মাদ
তবে অবিশ্বাস্যেই হেরে গেলাম আজি
আজন্ম প্রেম স্থবিরতার কাছে
শুধুই তোকে ভালোবেসে।

আমি ভীষণ ছটফটে মরি
কল্পনায় শুধু তোকে নিয়েই ঘুরি
কাছে পাবার আহাজারিতে
শত নির্ঘুম রাত তীক্ষ্ণ সংশয়ে পার করি
তুই কখন এই হৃদ্য প্রণয় বুঝবি
অধীর আগ্রহে সেই সময়ের সন্ধান করি।

উৎসর্গ-আঁধার আকাশের চাঁদনি

No comments:

Post a Comment