Featured Post
অপ্সরীর প্রেমে -কবিতা
''অপ্সরীর প্রেমে" তারেক মাহমুদ সুজন হতবম্ভে মারে মোরে দেখে তোর কোমালতা অদৃশ্যেও খুঁজে পাই নি কবু এমন দারুণ মায়া। স...

Friday, May 19, 2017
আত্মজাগরণ-কবিতা জান্নাতুল ফেরদৌস
আত্নজাগরণ
[ ] আজ বড্ড ফাঁকা লাগে কিছু একটা নেই নেই ভাব বিগত দিনগুলো ঢেউহীন ভেসে ওঠে;যেন ছ্যাঁকা খেয়েছি। । মনে হচ্ছে স্মৃতি আওড়ায় কেউ অসাড় জীবনের খেরোখাতা; চুপটি হয়ে পড়ে থাকতে চাই । আনকোরা কেদারাটা,আগরবাতি গুলো,চৌকোণ টেবিলটাও নিঃসঙ্গ নিরুপায় খুব।।আমিও; বেরিয়ে পড়েছি আমি ।। অজানাকে জানব বলে,স্রেফ অতলে কিছু যদি পাই।। বিদায়; বিদায়,ইট-কাঠ-ছেঁড়াফাঁড়া ভাঙা জীবন।। দূরে থাক যত্তসব পার করা একঘেয়েমি আর বিষণ্ণতা।
[ ]
"পণ্ডশ্রমে মিথ্যা প্রেম"-কবিতা তারেক মাহমুদ সুজন
"পণ্ডশ্রমে মিথ্যা প্রেম"
তারেক মাহমুদ সুজন
পণ্ডশ্রমে পাওয়া অনুভূতি বৃথায় যায় যে চলে,
নিশ্চেষ্টায় পাওয়া ভালবাসা তাই তো মানে না অসীম আবদারের ক্ষুদ্র খানিক আকুতি!
স্বার্থে আসা শর্তাধীন প্রেম থাকে না টিকে,
আবেগ রাজ্য আগুল জ্বেলে;চলে যায় সে একদিন কপট হাসি হেসে!
সময়ের মায়ায় পরে ভালবাসা হয়,
প্রেম হয় না তা ভুলেও,
সময়ের কাঁটা অন্তরে গেঁথে হারিয়ে যায় এককালে;প্রেম ভালবাসার বিরাট বিভেদ বুঝিয়ে!
কপটতা আর ছলনার কপিনে শায়িত হয়ে অশ্রুসিক্ত মরণ প্রাপ্তে একদিন নিঃশেষে নামে মিথ্যে নামদারী প্রেমগুলো,
বিঁধিয়ে যায় সেইদিন হৃদয় মধ্যে বিষক্ত কণ্টকের নিদারুণ জ্বালাময়ী বিঁধ;নিজেরই অগোচরে!
Subscribe to:
Posts (Atom)