Featured Post
অপ্সরীর প্রেমে -কবিতা
''অপ্সরীর প্রেমে" তারেক মাহমুদ সুজন হতবম্ভে মারে মোরে দেখে তোর কোমালতা অদৃশ্যেও খুঁজে পাই নি কবু এমন দারুণ মায়া। স...

Friday, May 19, 2017
আত্মজাগরণ-কবিতা জান্নাতুল ফেরদৌস
আত্নজাগরণ
[ ] আজ বড্ড ফাঁকা লাগে কিছু একটা নেই নেই ভাব বিগত দিনগুলো ঢেউহীন ভেসে ওঠে;যেন ছ্যাঁকা খেয়েছি। । মনে হচ্ছে স্মৃতি আওড়ায় কেউ অসাড় জীবনের খেরোখাতা; চুপটি হয়ে পড়ে থাকতে চাই । আনকোরা কেদারাটা,আগরবাতি গুলো,চৌকোণ টেবিলটাও নিঃসঙ্গ নিরুপায় খুব।।আমিও; বেরিয়ে পড়েছি আমি ।। অজানাকে জানব বলে,স্রেফ অতলে কিছু যদি পাই।। বিদায়; বিদায়,ইট-কাঠ-ছেঁড়াফাঁড়া ভাঙা জীবন।। দূরে থাক যত্তসব পার করা একঘেয়েমি আর বিষণ্ণতা।
[ ]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment